মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৪:৩৪
ব্রেকিং নিউজ

লিফটে আটকা পড়ে ৯৯৯-এ কল যুবক উদ্ধার

লিফটে আটকা পড়ে ৯৯৯-এ কল  যুবক উদ্ধার

উত্তরণ বার্তা প্রতিবেদক : ঢাকার মিরপুরের পল্লবীতে আট তলা ভবনের সপ্তম তলায় লিফটে আটকা পড়েন মো. ছামিদ ওমর রিমন (২৩) নামে এক যুবক। পরে ৯৯৯ কল করলে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করেন। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে পল্লবীর বালুঘাটের বাইগার টেক এলাকার ২৬/২ নং ভবনে এ ঘটনা ঘটে। আটকা পড়া মো. ছামিদ ওমর রিমন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামের মো. মনির হোসেনের ছেলে।
কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ওই ভবনের সপ্তম তলায় লিফটে একজন লোক আটকা পড়ে। ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনা স্থলে পৌঁছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে স্বল্প সময়ে মো. ছামিদ ওমর রিমনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি জানান, যান্ত্রিক ক্রুটির কারণে লিফটের সমস্যা হতে পারে। যথাসময়ে লিফট রক্ষণাবেক্ষণ করলে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব।
উত্তরণ বার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ