শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০১:৪৭
ব্রেকিং নিউজ

আমের রসে মজার পুডিং

আমের রসে মজার পুডিং

উত্তরণ বার্তা লাইফস্টাইল ডেস্ক : স্বাদের দিক থেকে আমের জুড়ি নেই। ফল হিসেবে খাওয়া ছাড়াও জুস, আচার, ফ্রুট সালাদ, পুডিং, শেক, ওটমিলে আম ব্যবহার করা হয়। এসময়ে পাওয়া যাচ্ছে সবার প্রিয় পাকা আম। তৈরি করতে পারেন দারুণ স্বাদের ম্যাংগো ক্রিম পুডিং।  
যেভাবে করবেন
উপকরণ
পাকা মিষ্টি আমের রস-১ কাপ, ঘন দুধ ৩ কাপ, চিনি ১ কাপ, ডিম ৫টি, এলাচ গুঁড়া সামান্য, ক্রিম ২ টেবিল চামচ।
প্রণালী
এক লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে অর্ধেক করুন।
আমের রস ও ডিমের সঙ্গে চিনি মিশিয়ে দুধ, ডিম, চিনি, এলাচ গুঁড়া ও ক্রিম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।  
চিনি দিয়ে ক্যারামেল করা পাত্রে মিশ্রণ ঢেলে পাত্রের মুখ ঢাকনা দিয়ে ঢেকে প্রেসার কুকারে পানি দিয়ে ৮ সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। পুডিং নিজে থেকে ঠাণ্ডা হলে ওপরে আমের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
ক্যারামেল তৈরি
ঢাকনাসহ স্টিলের বক্সে প্রথমে একটু চিনি দিয়ে চুলায় দিন। যতক্ষণ চিনি বাদামি রং না হয় সে পর্যন্ত পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় লাগিয়ে নিন।এবার ক্যারামেল ঠাণ্ডা করে পুডিং-এর মিশ্রণ ঢালুন।  
উত্তরণ বার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK