শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৯:৫১
ব্রেকিং নিউজ

ফুপু হত‌্যায় ভাতিজির স্বীকারোক্তি

ফুপু হত‌্যায় ভাতিজির স্বীকারোক্তি

উত্তরণ বার্তা প্রতিবেদক : রাজধানীর গুলশানের নর্দা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে ফুপু নিকিতা আক্তারকে (৪০) খুনের ঘটনায় দায়ের করা মামলায় ভাতিজি জেসমিন আক্তার রূপা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ১১ জুন শুক্রবার জেসমিন আক্তারকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রেজাউল আলম। তিনি আসামির স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। ১০ জুন বৃহস্পতিবার নর্দা কালাচাঁদপুর এলাকায় এই খুনের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিকিতার মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাতিজি জেসমিন আক্তারকে আটক করে গুলশান থানা পুলিশ। পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এদিকে নিকিতাকে খুনের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ