বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৬:০৪
ব্রেকিং নিউজ

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১৫ জনের মৃত্যু

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১৫ জনের মৃত্যু

উত্তরণ বার্তা প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সাতজন করোনা পজিটিভ ছিলেন, অন্য আটজন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত তারা মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের ছয়জন ও একজন নাটোরের বাসিন্দা রয়েছেন। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১ জুন থেকে ১১ জুন সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১০৭ জন। এর মধ্যে ৫৯ জনের করোনা পজিটিভ এবং বাকিদের উপসর্গ ছিলো। মৃতের সংখ্যা ১ জুন-৭, ২ জুন ৭, ৩ জুন ৯, ৪ জুন ১৬, ৫ জুন ৮, ৬ জুন ৬, ৭ জুন ১১, ৮ জুন ৮, ৯ জুন ৮, ১০ জুন ১২ জন ও ১১ জুন ১৫ জন। ডা. সাইফুল ফেরদৌস জানান, শুক্রবার সকাল পর্যন্ত এ হাসপাতালে ভর্তি রয়েছেন ২৯৭ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। এর মধ্যে রাজশাহীর ১৮ জন। এদিন হাসপাতাল ছেড়েছেন ২৫ জন।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ