বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৯:৩২
ব্রেকিং নিউজ

জনসনের স্ত্রীর সঙ্গে দেখা করে ভালো লেগেছে বাইডেনের

জনসনের স্ত্রীর সঙ্গে দেখা করে ভালো লেগেছে বাইডেনের


উত্তরণ বার্তা আন্তর্জাতিক ডেস্ক : বৃহত্তর অর্থনীতির জোট জি-৭ শীর্ষ সম্মেলনকে উপলক্ষ করে আলোচনায় বসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ১০ জুন বৃহস্পতিবার যুক্তরাজ্যের কর্নওয়ালে তারা মিলিত হয়েছেন। খবর প্রকাশ করেছে বিবিসি। প্রাইভেট রুমে অফিসিয়াল বৈঠকে যাওয়ার পূর্বে সাংবাদিকদের জো বাইডেন বলেন, আপনার স্ত্রীর সঙ্গে দেখা করে ভালো লেগেছে।

আমি প্রধানমন্ত্রীকে (বরিস জনসন) বলেছি যে, আমাদের মধ্যে কিছু মিল রয়েছে। জনসনের স্ত্রীর সঙ্গে দেখা করে ভালো লেগেছে বাইডেনের। জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমি এটার মতবিরোধ করছি না। এ সময় যুক্তরাজ্যে আসতে পেরে নিজেকে খুবই সম্মানিত বোধ করছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এর আগে কর্নওয়ালে কারবিস বায় হোটেলের বাহিরে একসঙ্গে হাঁটেন ও খোশগল্প করেন জো বাইডেন ও তার স্ত্রী ঝিল বাইডেন এবং বরিস জনসন ও তার স্ত্রী কেরি জনসন।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK