শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৪:১৩
ব্রেকিং নিউজ

চা-পাতার মায়ায় মোড়ানো জীবন ওদের

চা-পাতার মায়ায় মোড়ানো জীবন ওদের

উত্তরণ বার্তা প্রতিবেদক : সিলেটের চা-বাগানগুলোয় পুরোদমে শুরু হয়েছে চা-পাতা তোলার কাজ। বাগানে ব্যস্ত সময় পার করছেন চা–শ্রমিকেরা। পাহাড়-টিলার ভাঁজে ভাঁজে শ্রমিকেরা সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যস্ত থাকেন নতুন কচি পাতা তুলতে। এ বছর পালিত হলো প্রথম ‘জাতীয় চা দিবস’। শ্রমিকদের অনেকই দিবসটির কথা না জানলেও পূর্বপুরুষদের মতো পরম মায়ায় চা-পাতা তোলার কাজ করে যাচ্ছেন।

রোদ কিংবা বৃষ্টি—থাকে না পাতা তোলার কাজ। শীত মৌসুমে ছেঁটে দেয়া হয় চা–গাছের ওপরের অংশ। মার্চ-এপ্রিল মাসে গাছে আসতে থাকে নতুন পাতা। তখন থেকে শুরু হয় চা তোলার কাজ। চা-বাগানে নারীদের পাতা তোলার দৃশ্য চোখে পড়ে সব সময়। চা-পাতা তোলা শুধু তাঁদের পেশা নয়। চা-পাতার মায়ায় মোড়ানো জীবন তাঁদের। সিলেটের তারাপুর চা-বাগান এর দৃশ্য।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ