শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ০১:১৪
ব্রেকিং নিউজ

জিম্বাবুয়েতে বাংলাদেশের কোয়ারেন্টাইন মাত্র একদিনের

জিম্বাবুয়েতে বাংলাদেশের কোয়ারেন্টাইন মাত্র একদিনের

উত্তরণ বার্তা ক্রীড়া ডেস্ক : জিম্বাবুয়ে সফরের সূচি চূড়ান্ত হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, বাংলাদেশ ওখানে গিয়ে কতদিনের কোয়ারেন্টাইন করবে? এই প্রশ্নের উত্তরের ওপর নির্ভর ছিল একমাত্র টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টি। উত্তর পাওয়া গেছে। মাত্র একদিনের কোয়ারেন্টাইন করতে হবে মুমিনুল-তামিমদের। স্বাগতিক জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড কোয়ারেন্টাইনের সময় কমাতে সম্মতি দিয়েছে। তাতে করে ৭ জুলাই শুরু হতে যাওয়া টেস্টের আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ। সূচি অনুযায়ী বাংলাদেশ ২৯ জুন জিম্বাবুয়েতে পা রাখবে। পরের দিন থাকবে কোয়ারেন্টাইনে, মানে ৩০ জুন। তারপর থেকে সব স্বাভাবিক। বায়ো-বাবলে থেকে ১ জুলাই শুরু হবে তাদের টেস্ট ম্যাচের প্রস্তুতি। বিসিবি ক্রিকেট পরিচালন চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘আমাদের একদিনের কোয়ারেন্টাইন করতে হবে এবং পরে (১ জুলাই থেকে) আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারবো।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ। একটি টেস্টের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। বুলাওয়েতে হবে লাল বলের ক্রিকেট, আর রঙিন জার্সিতে সবগুলো ম্যাচ হবে হারারেতে। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা বর্তমানে টি-টোয়েন্টি খেলছে ঢাকা প্রিমিয়ার লিগে। আগামী ২৬ জুন শেষ হবে এই প্রতিযোগিতা। তিন দিন পর উড়াল দেবে জিম্বাবুয়েতে। এপ্রিল-মেতে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট খেলার পর ঘরোয়া টি-টোয়েন্টিতে প্রায় এক মাস খেলবে তারা। তারপরই আবার টেস্টে নামার আগে প্রস্তুতি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। প্রস্তুতির ঘাটতি নিয়ে আকরাম বলেছেন, ‘ঘরে আমরা কোনও অনুশীলনের পরিকল্পনা করিনি। কিন্তু প্রধান কোচের মনে কী আছে জানতে তার সঙ্গে কথা বলবো। ডিপিএলের যে দলগুলোতে টেস্ট ক্রিকেটাররা রয়েছে, তাদের মধ্যে যারা সুপার লিগে উঠতে পারবে না তারা তো সময় পাবে। তারা যদি অনুশীলন করতে চায়, আমরা নিশ্চয় একটা ব্যবস্থা করবো।’
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK