শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৪:২৮

চন্দ্রগ্রহণের পর এবার সূর্যগ্রহণ

চন্দ্রগ্রহণের পর এবার সূর্যগ্রহণ

উত্তরণ বার্তা বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : চন্দ্রগ্রহণের পর এবার সূর্যগ্রহণ। গত ২৬ মে, বুদ্ধ পূর্ণিমার দিনে চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ ছিল। আর আগামী ১০ জুন ঘটতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০২১ সালে মোট চারটি গ্রহণ দেখা যাবে। এর মধ্যে ২টি চন্দ্রগ্রহণ ও ২টি সূর্যগ্রহণ হবে। এ বছরের প্রথম সূর্যগ্রহণ রাশিয়া, কানাডা, গ্রিনল্যান্ড ও উত্তর মেরু থেকে দেখা যাবে। এছাড়া ইউরোপ ও এশিয়ার উত্তরাংশ থেকেও গ্রহণ দেখা যাবে। তবে সেখানে আংশিকভাবেই তা দেখা যাবে। সবচেয়ে ভাগ্যবান গ্রিনল্যান্ডের অধিবাসীরা। কারণ সেখান থেকেই দেখা যাবে সূর্যগ্রহণের পুরো ঘটনাটি।
নাসা জানিয়েছে, সূর্যগ্রহণের ফলে অন্ধকারে ঢাকা পড়বে সূর্যের প্রায় ৯৪.৩ শতাংশ। সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এমনভাবে চলে আসবে যে ৯৫ শতাংশ সূর্যের ওপর চাঁদের ছায়া পড়বে। যেহেতু সূর্যের পুরোটা চাঁদের ছায়া ঢেকে যাবে না, ফলে এ সময় কেবল একটি বলয় দৃশ্যমান থাকবে। যাকে বলে ‘রিং অব ফায়ার’।  অনেকটা উজ্জ্বল হিরের আংটির মতো দেখতে লাগবে এই গ্রহণ। এ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে আগামী ৪ ডিসেম্বর। সেটি হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK