বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১২:৫১

এবার শুক্রগ্রহে দুই অভিযান চালাবে নাসা

এবার শুক্রগ্রহে দুই অভিযান চালাবে নাসা

উত্তরণ বার্তা  তথ্যপ্রযুক্তি ডেস্ক : পৃথিবীর নিকটতম গ্রহ শুক্রতে দুটি অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে এ দুটি অভিযান পরিচালনা করা হবে বলে বুধবার জানিয়েছে সংস্থাটি।
এতে দূরত্ব বিচারে পৃথিবীর সবচেয়ে কাছের এ গ্রহটির ইতিহাস, বায়ুমণ্ডল ও নতুন গ্যাস সম্পর্কে তথ্য সংগ্রহ করবে রোবট। এরইমধ্যে প্রতিটি অভিযানের জন্য ব্যয় ধরা হয়েছে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। নাসা জানায়, শুক্রগ্রহ অভিযানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমভাগে শুক্রের পরিবেশ ও বায়ুমণ্ডল সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। আর দ্বিতীয় ভাগে সংগ্রহ করা হবে গ্রহটির ভূতাত্ত্বিক অবস্থা বিষয়ক তথ্য।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK