শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০১:৫৬
ব্রেকিং নিউজ

৪০ ঘণ্টা পর শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

৪০ ঘণ্টা পর শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

উত্তরণ বার্তা প্রতিবেদক : বৈরি আবহাওয়া ও পদ্মা নদী উত্তাল থাকায় মুন্সীগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে টানা ৪০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। ২৭ মে  বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ১৪টি ফেরি চালু করা হয়। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
২৮ মে শুক্রবার সকাল সাড়ে ৮ টায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) ব্যবস্থাপক (ব্যাণিজ্য) ফয়সাল আহমেদ। তিনি জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা উত্তাল থাকায় গত ২৬ মে বুধবার সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএ'র শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মোহাম্মদ সোলেমান জানান, গত মঙ্গলবার থেকে যাত্রীবাহী সকল নৌযান চলাচল বন্ধের আদেশের ফলে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ৮৭টি লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।  
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ