বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১১:২৮

ঢাকা থেকে ২৩৪ কিলোমিটার দূরে মৃদু ভূমিকম্প

ঢাকা থেকে ২৩৪ কিলোমিটার দূরে মৃদু ভূমিকম্প

উত্তরণ বার্তা প্রতিবেদক : মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকায়। গতকাল সোমবার (২ নভেম্বর) রাত ১টা ৪৩ মিনিট ২০ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
 
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৩৪ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যের নংস্টাইনে। রিখটার স্কেলে  এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।
 
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
 
সূত্র জানায়, সিলেট থেকে সোজা উত্তরে মেঘালয় রাজ্যের নংস্টাইনে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ঢাকা থেকে এর দূরুত্ব ছিল ২৩৪ কিলোমিটার।
 
সূত্র আরো জানায়, সারা দেশে আবহাওয়া অধিদপ্তরের ১০টি  স্টেশন রয়েছে। বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হলে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরকে সেসব স্টেশন থেকে জানানো হয়। তবে এই হালকা ভূমিকম্প বাংলাদেশে অনুভূত হয়েছে- এমন খবর কোনো অফিস থেকে জানানো হয়নি। 
 
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK