বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১০:৫২

আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা

আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা

উত্তরণবার্তা আন্তর্জাতিক ডেস্ক : আসামের ১৫তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা। সোমবার দুপুর ১২টায় রাজভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীশ মুখি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ছিলেন ত্রিপুরা-মণিপুর-নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীরা। উপস্থিত হয়েছিলেন বিজেপির অন্যান্য শীর্ষ নেতারাও। খবর সংবাদ প্রতিদিনের
 
এর আগে রোববার গুয়াহাটিতে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে হিমন্তের নামের উপরেই সিলমোহর দেওয়া হয়। বৈঠকের শুরুতে তার নাম প্রস্তাব করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আর এক বিজেপি নেতা সর্বানন্দ সোনওয়াল। এই প্রস্তাবে সমর্থন করেন বিজেপির বাকি বিধায়করা।শপথ নেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আগাম ধন্যবাদও জানিয়েছিলেন হিমন্ত। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী ও অমিত শাহজির পথনির্দেশ মেনেই অসমে উন্নয়নের কাজ করবে বিজেপি। আর এই উন্নয়ন রথের সারথী হব আমি।' এদিকে সূত্রের খবর, ফের কেন্দ্রীয় মন্ত্রিসভায় ফিরে যেতে পারেন সর্বানন্দ সোনওয়াল। রোববারই তিনি মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন।
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK