শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৬:১৭
ব্রেকিং নিউজ

লালবাগ দুর্গ মসজিদ

লালবাগ দুর্গ মসজিদ

উত্তরণ বার্তা প্রতিবেদক : তিন গম্বুজওয়ালা দুর্গ মসজিদ (শাহী মসজিদ) । সম্রাট আওরঙ্গজেবের ৩য় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন এই মসজিদ নির্মাণ করেছিলেন ১৬৭৮-৭৯ খ্রিষ্টাব্দে। তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ। লালবাগ কেল্লায় অবস্থিত মসজিদটি টিকেট কাউন্টারের ডান পাশ দিয়ে ঢুকা যায়।

এখনো প্রতি ওয়াক্ত নামাজ আদায় করা হয়।তিনটি বিশাল গোলাকার গম্বুজ দারা নির্মিত। ভিতরে বাতাস চলাচলের জন্য দুই পাশে লম্বা জানালা আছে।মু ঘল আমলের অসাধারণ নির্মান শৈলী বিদ্যমান। মসজিদের সামনে থেকে পুরো লালবাগ কিল্লা দৃশ্যমান কিন্তু পবিত্রতা রক্ষার জন্য লোহার গ্রিল দিয়ে মসজিদের অংশ আলাদা করে রাখা হয়েছে।
উত্তরণ বার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ