বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ২২:১৬
ব্রেকিং নিউজ

মার্কিন-চীন তথ্য যুদ্ধের তীব্রতা বাড়বে ইন্দো-প্যাসিফিকে

মার্কিন-চীন তথ্য যুদ্ধের তীব্রতা বাড়বে ইন্দো-প্যাসিফিকে

উত্তরণ বার্তা আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি নতুন টাস্কফোর্স তৈরি করেছে।এর উদ্দেশ্য চীনের প্রভাব ও তথ্য অপারেশন দমন করা। সামরিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইন্দো-প্যাসিফিক এলাকায় 'ইনফরমেশন ওয়ার' আরো তীব্র হবে। ৪ মে মঙ্গলবার এখবর দিয়েছে সাইফি ডট কম। প্রতিবেদনে বলা হয়, ইউএস সামরিক বাহিনীর স্পেশাল অপারেশনসের কমান্ডার জেনারেল রিচার্ড ক্লার্ক এই টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন গত মার্চে। তিনি বলেন, চীনের গুজব দমন করা যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজনীয়। একইমাসে স্পেশাল অপারেশনসের ভারপ্রাপ্ত সহকারী সম্পাদক ক্রিস্টোফার মাইয়ার বলেন, প্রোপাগাণ্ডা, গুজব ও প্রতারণা বিরুদ্ধে কাজ করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এগিয়ে যাবে।

হংকংভিত্তিক সামরিক কমেন্টেটর সোং ঝংপিং বলেন, পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ব্যাপারে আরো বেশি জানতে ইচ্ছুক। একইসাথে পিএলএ'র কমব্যাট সক্ষমতা এবং চীনা মিলিটারি ইন্ডাস্ট্রির উন্নয়ন সম্পর্কেও জানতে চায় মার্কিনীরা। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যালকম ডেভিস বলেছেন, যুক্তরাষ্ট্র ও তাদের সাথে জোটবদ্ধদের দুর্বল করার জন্য চীনের প্রচেষ্টার অংশ হিসাবে তথ্য যুদ্ধ আরও তীব্র হবে। বিশেষ করে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর এলাকায় এর তীব্রতা বাড়বে।
উত্তরণ বার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK