মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২০:২৪

মিনি স্টেডিয়াম নো রিজার্ভ : প্রধানমন্ত্রী

মিনি স্টেডিয়াম নো রিজার্ভ  : প্রধানমন্ত্রী

উত্তরণ বার্তা প্রতিবেদক : উপজেলা পর্যায়ে ‘শেখ রাসেল’ নামের যেসব মিনি স্টেডিয়াম রয়েছে, সেগুলো সবার জন্য উন্মুক্ত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এসব স্টেডিয়াম ‘নো রিজার্ভ’। কোনো ক্লাবের আওতায় এসব স্টেডিয়াম না রাখারও নির্দেশন দেন তিনি। ৪ মে মঙ্গলবার দুপুরে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভা শেষে ব্রিফিংকালে এই তথ‌্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।গণভবনে থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ‌্যমে একনেক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আজ একনেক সভায় প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী বলেছেন, উপজেলা পর্যায়ে যে শেখ রাসেল নামের মিনি স্টেডিয়াম রয়েছে, সেগুলো  কোনো ব্যক্তির আওতায় যেন না থাকে। ’প্রধানমন্ত্রীর নির্দেশনার বরাত দিয়ে  পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ইউএনওরা এগুলোর দেখভাল করতে পারবেন। কিন্তু সবাই খেলার অধিকার পাবে। কোনো  স্টেডিয়াম নির্মাণ নয়, শুধু কিছু বসার জায়গা করা হবে।’ পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল কলেজ হাসপাতালের (বিএসএমএমইউ) কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য প্রধানমন্ত্রী বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এই হাসপাতালের কাজ অনেকদিন ধরে ঝুলে আছে। তাড়াতাড়ি শেষ করতে বলেছেন।’
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK