উত্তরণবার্তা প্রতিবেদক :- নোয়াখালী ভিত্তিক ফেসবুক গ্রুপ " রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী ( RDN)" এর উদ্যোগে নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস এর নেতৃৃৃৃত্বে, দিকনির্দেশনায় ও সহযোগীতায় এবং নোয়াখালী পৌরসভার অংশগ্রহনে আজ সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মুখে ঈদগাঁঁহের সন্মুখের রাস্তা, পৌরপার্ক এর অভ্যন্তরে এবং শিল্পকলা একাডেমী পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্তার মাধ্যমে নোয়াখালী জেলায় আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক আন্দোলন "পরিষ্কার পরিচ্ছনতা অভিযান"। নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস এ প্রসংগে বলেন ভবিষ্যতেও তিনি নোয়াখালী ভিত্তিক ফেসবুক গ্রুপ " রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী ( RDN)" ও উক্ত আন্দোলনে সম্পৃক্ত হতে ইচ্ছুুক সকলকে সাথে নিয়ে এই জেলার পরিচ্ছন্নতার আরো কাজ করে যাবেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রসাশনের সকল কর্মকর্তাবৃন্দ নোয়াখালী পৌরসভার কর্মকর্তা-কর্মমচারীবৃৃন্দ প্রমুখ। উক্ত আয়োজনে নোয়াখালী রোভার স্কাউট এর সদস্যবৃন্দ, রেড ক্রিসেন্ট এর সদস্যবৃন্দরা আজকের পরিষ্কার পরিচ্ছনতা অভিযানে অংশগ্রহন করেন।
উত্তরণবার্তা/নাছির/দীন