বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১২:১০
ব্রেকিং নিউজ

হাতিরঝিল নিয়ে তৈরি হলো গান

হাতিরঝিল নিয়ে তৈরি হলো গান

উত্তরণ বার্তা বিনোদন ডেস্ক : দৃষ্টি নন্দন রাজধানীর হাতিরঝিল নিয়ে তৈরি হলো গান। গানটি গেয়েছেন লুবনা লিমি। লিখেছেন ওমর ফারুক ফারহান। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রোহান রাজ। ভিডিও পরিচালনা করেন নয়ন বাবু।

আজ মঙ্গলবার গানটি প্রকাশিত হয়েছে ডিএন্ডএম এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে।

গানটিতে হতিরঝিলের সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে।  কথায় রয়েছে  বাক্সে বসে বিশ্ব দেখ আমি দেখি হাতিরঝিল। তোমার আমার দেখার মাঝে আছে অনেক মিল অমিল। বাক্স ছেড়ে হাটু গেড়ে দেখ এসে এই না ঝিল। দেখবে তুমি  ভাসছে যে হায় আকাশ ভরা নীল।

পুরো গানের চিত্রায়ন করা হয়েছে হাতিরঝিলে। গানের প্রসঙ্গে কন্ঠ শিল্পী লুবনা লিমি বলেন, এ পর্যন্ত অনেক গান করেছি। কিন্তু হাতিরঝিল নিয়ে লেখা গানটি ব্যতিক্রমী। এই গানটিতে প্রকৃতি ও প্রযুক্তির বিষয় তুলে ধরা হয়েছে। আশা করি গানটি শ্রোতা দর্শকদের ভাল লাগবে।

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK