শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ২০:২৪

মার্কিন বিচারপতি হিসেবে শপথ নিলেন অ্যামি কনি ব্যারেট

মার্কিন বিচারপতি হিসেবে শপথ নিলেন অ্যামি কনি ব্যারেট

উত্তরণ বার্তা আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন অ্যামি কনি ব্যারেট।

মার্কিন সিনেটের ভোটাভুটিতে চূড়ান্ত নিয়োগ দেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সময় সোমবার (২৬ অক্টোবর) অ্যামি কনি ব্যারেটকে মার্কিন সিনেটের ৫২-৪৮ ভোটে বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়। পরে রাতেই হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে শপথগ্রহণ করেন ৪৮ বছরেরর অ্যামি কনি। ট্রাম্পই তাকে এ পদে মনোনয়ন দিয়েছিলেন।

ক্ষমতা গ্রহণের পর থেকে এ নিয়ে সুপ্রিম কোর্টে ট্রাম্পের পছন্দের তিনজন বিচারপতি নিয়োগ পেলেন। এর আগে ২০১৭ সালে নেইল গরসাচ ও ২০১৮ সালে ব্রেট ক্যাভানোকে বিচারক হিসেবে নিয়োগ দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে সুপ্রিম কোর্টের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে নির্বাচনের এক সপ্তাহ আগে অ্যামি কনি ব্যারেটের নিয়োগ ট্রাম্পের জন্য ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে। ডেমোক্র্যাটরা ঐক্যবদ্ধ হয়েও তার নিয়োগ ঠেকাতে ব্যর্থ হয়।

সুপ্রিম কোর্টের প্রবীণ বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের মৃত্যুতে তার শূন্য আসন পূরণ করা নিয়ে বিবাদে জড়ায় যুক্তরাষ্ট্রের বড় দুই দল। পরবর্তী প্রেসিডেন্টের শপথ গ্রহণ পর্যন্ত আসনটি শূন্য দেখতে চেয়েছিল ডেমোক্র্যাটরা। তবে শেষ পর্যন্ত অ্যামি কনির নিয়োগের মধ্য দিয়ে এ লড়াইয়ে জয় পেলেন ট্রাম্প।

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK