শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ২১:০০

পূজামণ্ডপে বিশৃঙ্খলার আশঙ্কা নেই

পূজামণ্ডপে বিশৃঙ্খলার আশঙ্কা নেই

উত্তরণ বার্তা প্রতিবেদক : রাজধানীর সব পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দর্শনার্থীরাও সুন্দরভাবে পূজামণ্ডপে আসছেন। কোথাও কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই- এমনটাই জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে  তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, কিছু সীমাবদ্ধতার কারণে এবার পূজামণ্ডপে দর্শনার্থীদের চলাচলে স্ট্যান্ডিং ফোর্স দেয়া সম্ভব হয়নি। পূজামণ্ডপে দর্শনার্থী যারাই আসছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা নিরাপত্তার বিষয়ে সন্তুষ্ট। করোনা পরিস্থিতিতে রাজধানীর যেখানেই জনসমাগম বেশি দেখা যাচ্ছে, সেখানেই টহল পুলিশ মোতায়েন করা হচ্ছে। তিনি বলেন, রাজধানীর কোনো পূজামণ্ডপে এখনও পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি।

আমরা মনে করি, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার আশঙ্কা নেই। দর্শনার্থীরা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে পূজামণ্ডপে আসছেন। সে সঙ্গে আমরা প্রত্যাশা করি, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন। নিরাপদ দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান পালন করুন। এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের সঙ্গে মূল জনগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই। তারা বিভিন্ন অপপ্রচার চালাবে এটা সবাই জানে। তাদের অপপ্রচার যদি বিশ্বাস করতে হয়, তবে ঢাকার রাস্তায় হাঁটতে পারব না।

উত্তরণ বার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK