বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৫:১১

রিয়ালের বিপক্ষে যে মাইলফলকের সামনে বার্সা

রিয়ালের বিপক্ষে যে মাইলফলকের সামনে বার্সা

উত্তরণ বার্তা  ক্রীড়া ডেস্ক : মহারণের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। আজ শনিবার রাতে মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ ম্যাচে মুখোমুখি হবে স্পেনের দুই জায়ান্ট ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

স্টেডিয়ামের গ্যালারি ফাঁকা থাকলেও সারা বিশ্বে ৬৫০ মিলিয়ন দর্শক খেলা দেখবেন টিভিতে, অ্যাপসে।

যদিও রিয়াল-বার্সা দুই দলই সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো ফর্মে নেই। তবুও ফুটবলপ্রেমীদের ভাষ্য, ক্লাসিকো ক্লাসিকোই।

অনেকের মতে, নিজেদের ঘরের মাঠে শেষ দুই ম্যাচ হেরে আজ জয় পেতে মরিয়া হয়ে থাকবে রিয়াল মাদ্রিদ।  

যদিও অনেকের মতে, লা লিগায় নবাগত কাদিজ এবং চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্কের সঙ্গে হেরে অনেকটা ছন্দহীন হয়ে পড়েছে  জিনেদিন জিদানের শিষ্যরা।

এদিকে বার্সেলোনার অবস্থা কিছুটা ভালো। গত ১৭ অক্টোবর গেটাফের মাঠে খেলতে গিয়ে পরাজয় নিয়ে ঘরে ফিরেছে মেসির দল।

তবে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ফেরেন্সভারোসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের জাত চেনান কাতালান ক্লাবটি।

এমন পরিস্থিতিতে দারুণ এক মাইলফলকের সামনে বার্সেলোনা।  তাহলো - আর মাত্র ১ গোল দিলেই এল ক্লাসিকোতে ৪০০ গোল পূরণ হবে দলটির।

এখনও পর্যন্ত রিয়ালের বিপক্ষে ২৪৪টি ম্যাচে ৩৯৯ গোল করেছে বার্সেলোনা।  আজ রাতে মিশন ৪০০ গোল পূরণে মাঠে নামবে তারা।

বার্সার এই মাইলফলক আগেই ছুঁয়েছে রিয়াল।  যে কারণে বিষয়টি নিয়ে মাথাব্যাথা নেই।  বার্সেলোনার জালে এখনও পর্যন্ত প্রতিযোগিতামূলক ম্যাচে ৪০৫ বার বল জড়িয়ে রিয়াল।

আজ কে ফেভারিট? এমন প্রশ্ন করবেন না কোনো ফুটবলবোদ্ধাই।

তবে পরিসংখ্যানের বিষয়টি অবশ্যই আসবে।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে ২৪৪ প্রতিযোগিতামূলক ম্যাচে ড্র হয়েছে ৫২টি ম্যাচ এবং দুই দলই জিতেছে সমান ৯৬টি করে ম্যাচ। ফলে নতুন মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে দুই দলের সামনেই।

যদিও বার্সার মাঠে কাতালানদের ‘কতল’ করা রিয়ালের জন্য খুবই কঠিন। কিন্তু জিদানের জন্য ন্যুক্যাম্পের সুখস্মৃতি রিয়ালকে ভরসা দিচ্ছে। রিয়ালের কোচ হিসেবে বার্সার সঙ্গে নয়বারের সাক্ষাতে দু’বার হেরেছেন জিদান। দু’বারই এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে।

উত্তরণ বার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK