বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৯:০০
ব্রেকিং নিউজ

বাংলা ভাষায় কথা বলতে আমাদের অদ্ভূত হীনমন্যতা : কবির সুমন

বাংলা ভাষায় কথা বলতে আমাদের অদ্ভূত হীনমন্যতা : কবির সুমন

দর্পণ কবীর, নিউইয়র্ক : ৭ সেপ্টেম্বর রাতে (নিউইয়র্ক সময় সকালে) বাংলা খেয়াল নিয়ে ফেসবুকে হাজির হয়েছিলেন বরেণ্য কণ্ঠশিল্পী কবির সুমন (আগের নাম-সুমন চট্টোপাধ্যায়)। তিনি বাংলা ভাষায় খেয়াল পরিবেশন করেন টানা এক ঘণ্টা। এই খেয়াল পরিবেশনের ফাঁকে ফাঁকে তিনি কথাও বলেছেন। কথা বলতে গিয়ে পশ্চিম বাংলার মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলা খেয়ালকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার জন্য। তিনি বলেছেন, হাজার বছরের ইতিহাসে এটাই প্রথম ঘটল। বাংলা খেয়াল কেউ গায় না। চেষ্টাও করে না। অথচ আমাদের বাংলা খেয়াল আছে, ঐতিহ্য আছে। শুধু আমাদের উদাসীনতা দেখি বাংলা খেয়ালের প্রতি। তিনি এ প্রসঙ্গে আরো বলেন, পশ্চিম বাংলায় দেখছি, আমাদের বাংলা ভাষার ওপর ভরসা নেই। কেউ এগিয়ে আসছে না বাংলা খেয়াল গাইবার জন্য। বাংলা ভাষা ও খেয়ালের প্রতি আমাদের অদ্ভুত হীনমন্যতা।

কবির সুমন বাংলা খেয়ালের সুর-লহরী ছড়িয়ে দেন এবং মাঝে মাঝে কথা বলেন ফেসবুক বন্ধুদের উদ্দেশে। তিনি রসিকতার ছলে বলেন, আমরা বাংলা ভাষার প্রতি উদাসীন, কে জানে- একদিন ট্রাম্পের পরিবারের কেউ এ ভাষায় কথা বলছে বা গান গাইছে। কে জানে-ইরানের হোসেনী রাফসান বাংলা ভাষার চর্চা করতে পারে। তিনি কটাক্ষ করে বলেন- আমরা যদি বাংলা ভাষা বা গানকে লালন না করি, তাহলে কি আয়াতুল্লাহ খোমেনী করবে? কবির সুমন বাংলা গান প্রসঙ্গে বলেন, আমাদের প্রাণে আজ গান নেই। শুধু নাম আছে। আমরা গান গাই না, নাম গাই। ফেসবুক,ইউটিউব, সিডি গাই। আমরা গান ও প্রেমকে দেশান্তরী করেছি।

ইংরেজি ভাষার আলোচিত ও বিতর্কিত উপন্যাসিক সালমান রুশদী কথাকে কোড করে বলেন, মানুষ তার গল্প নিয়ে পৃথিবীতে আসে, গল্পগুলো রেখে চলে যায়। আমাদের গানগুলোও একেকটি গল্প। এই গল্পগুলো আমরা পড়ি না, অন্তরে ধারণ করি না। তিনি করোনা ভাইরাস প্রসঙ্গে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বক্তব্যকেও উল্লেখ করে বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন, ভয় পাইলেই ভয়। হান্দাইয়া দিলে কীসের ভয়? আমাদের করোনাকে হান্দাইয়া দিতে হবে। ভয় পাওয়া ছাড়তে হবে। এতো মাস্ক পড়ে থাকতে হবে কেন?  

অনুষ্ঠানে কবির সুমনের পরিবেশিত বাংলা খেয়ালের প্রথম কয়েকটি লাইন ছিল-

কাঙরের স্মৃতি স্রোত বয়ে আনে কাল

অন্তজ বাংলার কলিজার-গান

আমি সেই চন্ডাল মরদ তোমার

আমার ঘরনী তুমি মেয়ে বাংলার।

দেশকণ্ঠ/দক

 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ